বয়ে যায় নিরবধি
অজানার দেশে,
গ্রামকে করে ব্যবধি
নানা ধ্বংসের বেশে।
পাল তোলা নৌকা চলে
জেলে ধরে মাছ,
ভাটিয়ালী সুরে বাউল
ভাটির গানে নাচ।
স্রোতহীন,স্রোতস্বিনী
তবু বয়ে যায়,
ধ্বংস করলে থামে না
শত ধরলেও পায়।
জমি,বাড়ি নেয় সে
নেয় শত প্রাণ,
তার তীরে তবুও
মানুষের দিন গুজরান।