বাংলার কথা,বাংলার বুলি
বাংলার বুকে,হাজারও কলি,
বাংলার যত রঙ্গিন অলি
বুকের মধ্যে স্বপ্ন বোনে।
বাংলায় বলি,বাংলার ছড়া
বাংলায় যেন নতুন এ ধরা,
বাংলা তবু যে স্বপ্নে ভরা,
নতুন শিশুর মনে।
বাংলার যত মহাকাব্য
বাংলার শিশু ছিল সভ্য,
যুদ্ধে বাংলা জয়ে লভ্য
আজ কেন বাংলায় হাহাকার?
বাংলার গীত,বাংলার সুর
বাংলার পথ ছিল বহুদূর
বাংলার বুকে হাজারও সুর
আজও বেজে যায় নিড়াধার।
বাংলার সবুজ রঙ্গিন পাতা
বাংলায় অনেক স্বপ্ন খাতা
আছে গল্প জীবন গাঁথা
আজ কেন বাংলা পিছিয়ে?
বাংলার যত কবিতার খাতা
বাংলা উপন্যাসের ছেড়া সেই পাতা;
মনের মাঝের অব্যক্ত কথা
দাও এবার ছড়িয়ে।
বাংলাকে নিয়েও গবেষণা কর
বাংলার জন্য কলম ধর;
শপথ বাংলাকে করবে বড়,
শত ঝঞ্জার পেরিয়ে।
গান গাও বাংলার সুরে,
যায় যেন তা বহুদূরে;
হারিয়ে গিয়েও যেন আসে ফিরে,
সবাই বাংলার বুকে।