কোথায় আমার ঘর বাড়ি?
কে মাতা-পিতা?
ভবঘুরে তাই ঘুড়ে বেড়াই,
পাই না খুঁজে মোর মিতা।
কে আমার জন্মদাতা,কে দিবে পরিচয়?
এই ভাবনা ভাবতে গেলে,দিনও যে রাত হয়।
কেন থাকি রাস্তায় রাস্তায়
ঘুড়ি কেন বস্তিতে?
কে দিবে আমার প্রশ্নের জবাব,
কার মান যায় আমার অস্তিত্বে?
কোলে যদি না রাখবে
কেন এনেছো দুনিয়ায়?
জীবন কেন নিম্নমুখী,
কেন লাথি খাই পায়?
আমারও ইচ্ছা জাগে!
পাঠশালাতে যাবো আগে।
স্বপ্ন দিয়ে নিজেকে গড়বো,
কেন আমি তা পারি না?
খেতে চাইলে কেন খেতে পাই না?
লাথি কেন মারে আমার পেটে ?
অন্ন মুখে তুলে দিলে,
সারাদিন দিতাম খেটে।
আমি পথশিশু,পরিচয় কে দিতে পারো?
এই ভূবনে এনে মোদের,কেন কোল থেকে ছাড়?
আমি তাহলে কি সেই পাপ?
যা করেছিল মোর মাতা।
সব দোষ কেন মায়ের হবে?
অর্ধেক দোষী মোর পিতা।
নারী-পুরুষের কাছে হাত জোর করি
করিও না এমন পাপ!
মোর মত বঞ্চিত পথশিশুর,
জীবনে লাগে কালো ছাপ।