সৌন্দর্যের অপূর্ব লীলা নিকেতন
এ যেন সবুজের নিকুঞ্জ!
লাবণ্য,সজীবতা,মায়ামমতায়,
চিত্তমুগ্ধ করেছো আমায়;
তোমাতে রূপের পুঞ্জ।
কোকিল,দোয়েল,কোয়েল ডাকা
মনের রং তুলিতে স্বপ্নে আঁকা,
গ্রাম বাংলায় পূর্ণ স্বদেশ
অপরূপ সৌন্দর্যে বৈচিত্রময় বাংলাদেশ।
কৃষকের মুখে হাসি,গোলা ভরা ধান,
ষড়ঋতুর রঙ্গশালায় পূর্ণ তুমি অম্লান।
যত দেখি প্রাণ ভরে না
আসি তোমার বাংলায় ফিরে,
আকৃষ্ট করে তোমার রূপের মহিমা
সম্পূর্ণা তুমি,তাই স্বপ্ন তোমায় ঘিরে।