কবিতা:স্রষ্টার জিকির
আরাফাত হোসেন আরমান দেওয়ানজী
শতবার বলি আমি এই পৃথিবী শুনবে গান!
কুহেলিকার চাদরে কুয়াশা ডেকেছে মনপ্রাণ!
উন্মুক্ত যে-শিশু পাখি পাতার পল্লবে ডাকাডাকি!
পবিত্র সকাল বলে, চিত্রশিল্পী সুখ আঁকো দেখি!
সব পাপ গিলে খায় রাত, তাইতো পবিত্র প্রভাত
আযানের সুর ডেকে বলে কেটে গেছে অভিশাপ!
পরাভূত শয়তান,পরাভূত আছে যতো পাপ!
জান্নাতি খুশবো নিয়ে, দলে দলে ফেরেস্তারা সব
পৃথিবীতে চলে আসে রহমত দিয়েছে কতো রব!
প্রকৃতি অধীতি তরুবীথি জিকিরে মশগুল প্রভাত!
পাখির কন্ঠে স্রষ্টার প্রেম গুনগানে মুখরিত,
শিশির কণায় ভেজা ঘাস সৃষ্টির সৌন্দর্যে সিক্ত!
যুবক যুবতী পাখি, অন্ন সন্ধানে সবুজে ছুটে
পরিশ্রমে সারাদিন দু'দানা আহার পেটে জুটে!
সন্ধ্যা এলে ফিরে পাখি নীড়ে জিকির করে স্রষ্টার!
কালো ঘোমটা খুলে আঁধার ঘুমের বাড়ি নিদ্রার!
তুমি মহান ,সৃষ্টির স্রষ্টা, মাখলুকাতের মালিক
দিয়েছো রিজিক সকলের দয়াময় তুমি খালিক!
দেখ কণা কণা ধুলিকণা গায় যার গুনগান
পাখি সব ডেকে বলে তিনি আল্লাহ তিনি মহান।