নীলদেহ প্রজাপতি
আরমান দেওয়ানজী

বুড়ো হতে চাই আমি ধূসর চুলের বৃদ্ধ!
সুন্দর করুণ চোখ মায়া ছানি পরা দৃষ্টি!
শুভ্র সাদা ভ্রু মলিনে, মনে রাখা যতো কৃষ্টি!
বুকে করে বহু প্রেম এই পৃথিবীর পথে,
ঘাসের ভেতরে আমি কাশবনের সাথে!
নীল চোখের পাতায়,গল্প গ্রন্থ স্মৃতি হাতে!
হৃদয়ের রহস্যের অ্যালবাম খুলে
অভিজ্ঞতার ছবি পৃথিবীকে দেবো তুলে!
চামড়া ওঠা ঠোঁটের, চুমু নিয়ে চলে গেছে
নীলদেহ প্রজাপতি, দিনগুলো ভালোবেসে
আমি থেমে থাকি একা ইতিহাস পড়ে আছে!
এই-যে জন্ম নিয়েছে ঘাসফড়িং শিশিরে
যতদূর চোখ যাবে শান্ত সবুজ নগরে!
মেঘের গভীরে আমি কুয়াশায় চ'লে যাব
শান্ত স্নিগ্ধ স্মৃতি রেখে তরুণ কন্ঠে গল্প হব!
সেই-দিন আকাশে স্পষ্ট নক্ষত্র জ্বলবে।