কৌতুহলে জিজ্ঞাসি -
কবি, কিসে তোমার সুখ?
বলেন মৃদু হাসি -
সে যে লীলাবতী-মুখ
শরৎ শশীর শোভা
অলকনন্দা শান্তির দূত।
তাহারে হেরিলে হৃদে
হিল্লোল প্রণয় অমৃতের
জাগে জোয়ার কী যে!
প্রশান্তি বিরাজে অলুক।
()()()()()()
আমায় নামিয়ে দাও
তার হৃদয় দুনিয়ায়।
হেটে হেটে দেখে আসি
সে কোথায় রেখেছে আমায়।
মন মন্দিরে কে আছে তার
সাধ জেগেছে খুব দেখিবার।