এই যে শীত. রোদ অমৃত
শিশির ঝরা ভোর
কুয়াশা চাদর।
লেপ কাঁথার উম. পরিতৃপ্তির ঘুম
প্রভাতের কাক
দোয়েলের ডাক।
কত বেলা যায়. মণি মুক্তা দূর্বায়
হাসে সূর্যসেনা
ঘুম ভাঙ্গে না।
আমিও শীতার্ত.
চিরকাল শীত রবে না
এসব আমার চেনা।।