কি করছি আমি
এ পৃথিবীতে আসি?
বুকে কি নিয়েছি টানি
কাউকে ভালবাসি?
শুধু দিয়েছি কষ্ট
সুখ সেতো অস্পষ্ট।
আনন্দের ছন্দে ঢেলেছি
নিরানন্দের বিষ।
সম্পর্কের অমোঘ টান
ভুলেছি এক নিমিষ।
মুখে শুধু শ্রাবনের মেঘ
রামগুডুদের ছানা।
বুকে কথার বিশাল সাগর
দিচ্ছে না মুখে হানা।
দেহ মনের সুখ স্বপ্ন
নিয়েছে অসুখ হাসি।
টাটকা আনাচে অরুচি
উদর ভরছে বাসি।
আমার মাঝে এ কোন আত্মা
কোন কালপুরুষের ছায়া?
কোনসে ঝড়ে উড়ে গেছে
মনের সকল মায়া?
কোষ ধমনি শিরা রক্তে
আছে বংশের ফিতরাত।
আমার মাঝে এমন শীল
আজো হচ্ছে আবাদ।