এই শরতে           পরতে পরতে
           তারই বেশভূষা।
উদ্ভাসিত আলোয় হাসে
          প্রভাতের তরুণ উষা।
পত্র পল্লবীত তরুতল
          রোদের কিরণ লেগে
করে ঝলমল।
নির্মল বায়ু শস্যের দেশে
           নিত্য করে খেলা
নীল নভঃ ঝিলে ছুটে
           ধবল মেঘের ভেলা।
তটিনীর তীরে তীরে
           সাদা কাশের বাসর
উঠানের ছাতি জুড়ে
            শিউলি ফুলের চাদর।
দীঘির জলে পানকৌড়ির
            ডুব সাতার লুকোচুরি
এমন শোভা হেরি
            যায় নয়ন মর্ম ভরি।
বিলে ঝিলে শাপলা মেয়ে
             ঘোমটা খুলে চায়।
প্রভাতের পথে নিশির
             শিশির মুক্তা আভা ছড়ায়।
সাদা পাল ভাটিয়ালী
             মাঝির কন্ঠে গান।
শরৎ ঋতুর রানী
             রুপ তার অফুরান।