আমি আজো তাহারে খুঁজি
সম্মুখে পাই না, চক্ষু বুজি।।
নয়নের নীল ভেদি
তাহারে পাই যদি।
অন্তরের হিমাচল
ভালবাসা নদী জল।
নিত্য বহিবে আমোদি।।
পারাবত পালিয়ে গেছে
অভিমান করে মিছে।
ডানার পালক হেথা
সাজায় যাতনা ব্যথা।
কপোলে বহে অশ্রু নদী।।
চন্দ্র বদন তার
দেখিবার সাধ আবার।
তীর্থের কাক আখিঁ
কত দিন রাত বাকি।
পাইতে তারে ধরি জীবন বাজি।।