জীবনযুদ্ধে মেতেছে সবাই
এখানে আসেনা কেহ
এই সেই খেলাগেহ।।
সম্মুখে উঠোন
দূরে বেনুবন,
দাঁড়িয়ে অশ্বত্থ
পাশে মেঠোপথ,
হাটবারে হাটে
যায় হেটে হেটে,
সাইকেলে যায় কেহ।।
উঠোনের মাঠে
অপরাহ্ন কাটে,
কত মাতামাতি
কভু হাতাহাতি,
একসাথে খেলা
সাথী সারাবেলা,
একপ্রাণ একদেহ।।
আথালের ধান
লক্ষ্মীর গান,
আত্মীয় স্বজনে
পূজা পার্বনের,
ভরে যেত নীড়
ঘাসের ডগায় শিশির,
কত ভালবাসা স্নেহ।।