তোমাকে জিতিতে চাহিনা আর,
চিনিতে চাহিনা কভু!
সবচেয়ে দূরের ঐ ছায়াপথে তারা হয়েই থেকো তুমি,
যে আগুন জ্বালালে বুকে, জ্বালিয়েই তা রেখো!
তোমাকে ছুঁতে চাহিনা আর,
জড়াতে চাহিনা বুকে!
কাছে গেলে নাকি প্রেমে ক্ষয় ধরে, বন্ধন জুড়ে রণে!
জীবন না হয় কাটিয়ে দিলাম
তোমার আকর্ষণে?
তোমাকে জিতিতে চাহিনা আর,
চিনিতে চাহিনা কভু!
রিক্ত বেদনে আকাশ কাঁদে মোর,
তুমি চাইলেনা তবু।
এই যে জীবন রাঙিয়ে দিলে তার ঋণ কী করে শোধি,
এই যে বুকে সাগর বানালে, স্রোত বলো কী দিয়ে রোধি?
রহস্য হয়েই থেকো প্রেম, কঠিন এক অংক হয়ে;
অন্দরে-বন্দরে হেসে খেলে উড়ো তুমি, মরি আমি ক্ষয়ে ক্ষয়ে!