রাত ফুরাবার এই মায়ার ক্ষণে আমার ভীষণ তেষ্টা পেলো,
ভরা কলস শূন্য ঠেকে; মায়াবিনী,এমন খেলা কেন খেলো?
খানিক পরেই বাজবে মিনার, আমার বুকে তুমি বাজো,
স্নিগ্ধ আলোয় সাজবে ধরা, তারও দ্বিগুণ তুমি সাজো!
মায়াবতী কিসের মোহে শূন্য করলে কলস আমার,
কোন যাদুতে এই বুকেতে বানিয়ে নিলে তোমার মাঝার?
এমন শীতেও তৃষ্ণা পেলো, জল- কেবলই একটা তুমি,
তৃষ্ণা মেটার জলের আধার তুমিই শুধু, তুমি ছাড়া শূন্য ভূমি!