এক সকালে, বোধবুদ্ধি হতে শুরু হল তখন-
আকাশ ছুঁয়া গর্জন গাছের ফাঁকে মিষ্টি আলোর সূর্য দেখে তাঁর মত হওয়ার স্বাদ জেগেছিল,
বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে জ্বল জ্বল করবার স্বপ্ন ছিল।
গোনে গোনে পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড় স্বপ্ন ছিল আমার।
এরপরই হলো মুশকিল,
বড় হতে হতে দেখি লক্ষগুণ ব্যস্তানুপাতে ক্ষয়ে যাচ্ছে স্বপ্ন!
কৈশোরের আগেই আয়তন কমে পৃথিবীতে আঁচড়ে পড়ে!
তারুণ্যে আরেকবার হিসেব-নিকেশ করে নিই
সিদ্ধান্ত হলো, আকাশ ছুঁলেই হবে!
এরপর বহু ইতিহাস, বহু পরাজয়।
কদিন আগে, যেদিন পা দিলাম যৌবনে-
কে যেন শুধালো, আকাশ বলতে কিচ্ছু হয় না পৃথিবীতে।
তারপর ক্ষুদ্রাতিক্ষুদ্র বালি কণায় মিলিয়ে গেল স্বপ্ন আমার।