চলোনা হারিয়ে যায়,
যেথায়, দুঃস্বপ্নে ঘুম ভাঙেনা,
হুতুম পেঁচার ভয় থাকেনা,
অবিশ্বাসের অভিশাপ নিত্য মরে,বিশ্বাসেরা তরুতাজা,খুন ঝরে।
চলোনা হারিয়ে যায়,
যেথায়,গান গাওয়া যায় গুনগুনিয়ে,
দুঃখ ওড়ে যায় হনহনিয়ে,
হৃদ কম্পনের শব্দ শোনে,
নির্ভুলতায় গোনে গোনে
প্রিয়ার ছোয়ায় মন জুড়ায়।
সেথায় গিয়ে সাঁতার দিবো,হৃদ সাগরে
ইয়া বড় এক ঢেউ আসবে,
আমি খেই হারিয়ে ডুবে যাবো,আর তুমি চোখ রাঙাবে।
আমি বুলিফোটা শিশুর মতো গোমরা মুখে চেয়ে থাকবো;
তোমার ভীষণ মায়া হবে।
এক-আধটু প্রশ্রয়ে ভালোবাসার নাও ছুটাবে,
মুখের কোণে হাঁসি মেখে আমার ঠোঁটে ঠোঁট মেলাবে!