বনফুলে মুগ্ধ হতে পারেনা সবাই,
সতত গোলাপের মোহ ছেড়ে কয়জন বেরোতে পারে?
এই রৌদ্দুরে সূর্যের দুঃখ কেউ বুঝেনি,
ভালোবাসলে তো আকাশের মত বিশাল হতে।
একটু যদি বুঝতে ওগো,
ভেতরটা পড়তে যদি...
খড়ায় জন্মায়না সব গাছ,
ঠিক আমাকে ছুঁতে পারেনা যেমন....
এই দুঃখের ভার কেউ কমায় না,
কেউ ছুঁতে পারেনা হৃদয়,
অবশ্য ছোঁয়ার চেষ্টাও করেনি কখনো।
আহা, সে যদি বুঝতো!
তার নিখোঁজে জ্বলে পুড়ে কেমন আছি- একটু যদি খুঁজতো!