ওগো স্বর্ণালী!
শীতে কাঁপছি ভীষণ;
এক মুঠো রোদ দাও,একটু বাঁচি।

পরানটা জ্বলছে ভীষণ ;
এক ফোটা শিশির দাও,গায়ে মাখি।

ভীষণ ব্যাথা বুকে;
তোমার চাদর মেলে দাও,বুক ঢাকি।

ওগো স্বর্ণালী,
আমার মন খারাপ;
এক চিলতে হাসি দাও,স্বর্গে ভাসি।