শুনো বনোফুল, ক্ষণস্থায়ী চাঁদ!
আমি কিন্তু হারছি না।
এই অভিশপ্ত অনুভূতির বিজয় দাহ,
নর্দমার কিট ভেবে ছুড়ে ফেলা-
এসব দৈনন্দিন বাষ্পধূলো, হরহামেশাই গায়ে লাগে।
আমি এতে টলছি না।

শুনো স্বপ্নকুড়ি, শুভ্র ফুলের মোহ!
আমি পিছু হটছি না৷
স্বপ্ন ভঙ্গ নতুন কী আর?
অর্থকড়ির ঝনঝনানির শব্দ নেই তাই, মুখ ফেরালে-
বিষয়আশয় তুচ্ছ ব্যাপার, তবুও তো মুখ্য বৈকি-
ভাঙা চালায় স্বপ্ন সাজে, বাস্তবতা ধরে না।
তাতে কী, আমি কিন্তু জেতার আশা ছাড়ছি না।