ভেতরটা ঠিক কতটা রক্তাক্ত—
তোমার রুঢ়তা কত গভীর ক্ষতের সৃষ্টি করে—
যদি জানতে!
এতটা কঠিন তুমি!
আমার তুমি এতটা কঠিন হবে- স্বপ্নেও ভাবিনি।
এই মাঝরাত্তিরে ভেজা বালিশের আর্তনাদ তোমার কান অবধি পৌঁছায়না জানি,
অন্তত এটা তো জানো কত ভালোবাসি!
নবজাত শিশুর মত ভীষণ কোমল হৃদয় নিয়ে
তোমার ভালোবাসা কামনা করি, অথচ প্রতিবার দিয়াশলাইের জলন্ত কাঠি ছুড়ে মরো।
এতটা কঠিন তুমি!
এত ছুঁতে চাই,
বুক মিলাতে চাই বুকের সাথে—
এক পা এগুলো গুনে গুনে ছাপ্পান্ন পা পেছাও তুমি! প্রতিদিন এত গভীর ক্ষত কী করে সইবো বলো?
তার চেয়ে ভালো ডুব দিই টুপ করে,
বন্ধ হোক গোলমেলে হিসেবের খাতা কিংবা ভেতরের জলন্ত আগুন।
মুক্তি হোক প্রেমিকের।
এতটা কঠিন তুমি!
এতটা কঠিন!