বেঁচে থাকার এই সাধ, এই প্রাণের উচ্ছ্বাস-
কোথাও ছিল না কোনোদিন৷
তুমি এলে তাই,
প্রাণ পেলো পাতা ঝড়া গাছ, সবুজ হলো প্রান্তর।
অথচ এখানে, এই বিরানভূমে-
কোনোদিন ফুল ফুটেনি, বৃষ্টি হয়নি।
আজ বৃষ্টি হলো, ফুলের সুবাসে হাসলো জনপদ।
তোমার স্পর্শে এই খাঁ খাঁ মরু-
দুর্বার চরের মতো সতেজ হলো,
অগ্নুৎপাত ঢেকে গেলো অরণ্যে।
বিশ্বাস করো চন্দ্রিমা,
তুমি এই উত্তাল সাগরে একমাত্র প্রাণ সঞ্চারী ঠাঁই হয়ে এলে
তাই ফের বাঁচার স্বপ্ন ঘর বেঁধেছে হৃদয়ে, ফের জেগেছে প্রাণ।
এই অভেদ্য গোলকধাঁধায় তুমি সমাধান হয়ে এলে,
এবার মুছে যাক ধুলোর পলেস্তারা, আলোকিত হোক অন্দর।
এই সুবাসিত ফুলে ছেয়ে যাক হৃদ, ধুয়ে যাক কালিমার স্তুপ।
এতদিন পর, এত সাধ এই জীবনে-
এ তো তোমারই দান চন্দ্রিমা। তুমি এলে বলেই
স্বপ্নের এই কিলবিল, ঝরনার মধুর ছন্দ-
এই বাহারি সাজ, রঙিন গল্প।