একদিন খুব ভোরে স্বপ্ন দেখবো বলে বেঁচে আছি,
মুমূর্ষু মানবতার মতো আহত এ কবিতার অস্ফুট স্বর আমার কান পেরিয়ে অন্তরে ভিদে।তবুও
আর কতটা দিন এভাবে কেটে যাবে কেউ জানেনা।
আর কতটা পথ বাকী আছে কেউ জানেনা।
হে সুষ্মিতা! তোমার নুপুরের প্রতিটা মৃদুসুর আমার হৃদয়ে প্রবল ঝড় বয়ে দেয়। অথচ তুমি নির্লিপ্তি, যেন নিঃশব্দেই হাটো।
কেউ জানেনা কবে সন্ধ্যা হবে;
কবে সূর্যের সোনালী কোমল রোদের সাথে তোমার ভেজা চুলের মিতালী খুব কাছাকাছি থেকে দেখা হবে- কেউ জানেনা।
এভাবে কতটা পুড়ে ভস্ম বাষ্পীভূত হয়,
আকাশের কতটা নীল জমে মেঘ হয়,বৃষ্টি নামে;
কেউ জানেনা।