ওগো মেঘের মেয়ে,
কোন দেশেতে বাড়ি তোমার, পাব কোথায় গেলে?
খড়ায় পোড়া হৃদয় আমার, জ্বলছে ভীষণ
তোমার আশায় অধীর পানে অপেক্ষার এই প্রহর গোনে
সতেজ ফুলে সাজবে এই বাগ তোমার ছোঁয়া পেলে।
শুনো মেঘের মেয়ে
মেঘের দেশে আর কতকাল থাকবে পেছন চেয়ে?
এইখানেতে শূন্য আমি, দৈন্য ভীষণ
খরতাপে দৌড়তে গিয়ে হুঁচট খেয়ে পড়ছি যে ফের
শীতল হাওয়ার প্রতিশ্রুতি লিখা আছে হৃদ মাঝারে।
ওগো মেঘের মেয়ে
এই জনমটা শূন্য হলো তোমার পানে চেয়ে।