চুঁইয়ে পড়া জোছনা খেয়ে বেঁচে আছি।
জঞ্জালের এই শহর আমি হরহামেশা ঘৃণা করি, তাই পরান আমার দেবো যাঁচি।
একটু দূরে গাছের ঢালে লেপ্টে থাকা বিষণ্ণ এক ঝিঁঝিঁ পোকার নিষঙ্গতার গল্প শুনে বেঁচে আছি।
দিন দুপুরে মুখ আর মুখোশ না চিনি তাই, মরতে গেছি-
সৌভাগ্য তোর, সবুজ পাতায় জমে থাকা ফোঁটা দুয়েক শিশির কণায় মজে গেছি।
নয়তো আমায় পাইতিনা আর, বান্ধি দিতাম সকল দুয়ার।
অলকপুরের রুপের ঝলক মিথ্যে হতো,
বৃথা যেতো নীল শাড়ি আর নাড়ীর সূতো।
রাত দুপুরে চাঁদের আলোয় কলাপাতার সতেজ হাসি
মরন আমার কেড়ে নিলো,
জঞ্জালের এই শহর ছেড়ে চলে যেতাম: সত্যি বলছি,
যাওয়ার ভীষণ ইচ্ছে ছিলো।