এই যে মাঝরাতে সন্তানসম্ভবা মায়ের মতো মনটা খাঁ খাঁ করছে,
বেসামাল হাত দুটো কারো হাত ছুঁতে চাইছে খুব,
বেঁচে থাকার মানে জানতে চাইছে আগন্তুক;
এসবের মানে তুমি। তোমার কণ্ঠস্বর শুনতে চাইছে শ্রবণেন্দ্রিয়।
আমাকে ফেরাইওনা প্রেয়সী,আমি প্রেম ভিক্ষে চাইছি।
আমি বাঁচতে চাইছি,তোমার হাত ছুঁতে চাইছি।
আমার উঠোনে গল্পের আসর থমকে আছে,
তুমি আসলে সেই আসর খুব জমবে,আমি তোমার অপেক্ষায় রইছি।
আমার না মাথা ধরেছে খুব;
আমি একটু ঔষুধ চাইছি।
আমি তোমার ছোঁয়া পেতে চাইছি।
আমি না ক্লান্ত ভীষণ;
একটু প্রশান্তি পেতে চাইছি,
তোমার এক চিলতে হাঁসি চাইছি।
আমাকে ফেরাইওনা প্রেয়সী,আমি প্রেম ভিক্ষে চাইছি।
আমি বাঁচতে চাইছি,তোমার হাত ছুঁতে চাইছি।