আমি আঁধারের কথা বলছি,
যেথায় অত্রির সাধনা অর্থহীন,
অক্ষিযুগল লোভাতুর নীলাভ!!
আমি আঁধারের কথা বলছি,
যেথায় সহস্রাধিক প্রদিপ নিত্য জ্বলে,
অতুষ্ট আত্মার প্রেতাত্মা ভয় দেখায়।
সপ্নালোকে কেটে যায় দিবা,দিব্যি।
আমি আঁধারের কথা বলৃছি,
যেথায় অদেয় শ্রদ্ধার আধিক্য ঘটে চক্রবৃদ্ধিহারে!
অনঙ্কুরিত স্বপ্নের মৃত্যু ঘটে রোজ,অকাতরে।
অনধীত সুবাস অতলে হারায়,মিথ্যা সব সত্য হয়ে প্রতিবাদ তাড়ায়।
আমি আঁধারের কথা বলছি,
যেথায় অনলে পুড়িয়া সত্য ছাই হয়ে যায়,
পবিত্র অনশন ভাঙে দেবতা,নিত্য, নিরলায়।