শোনো, তোমার জন্য মনের দরজা
এখনো খোলা আছে,
বাতাসের মতো প্রবেশ করতে পারো,
আলো হয়ে জ্বলে উঠতে পারো,
আমি এখনো সেই আগের মতোই আছি,
যেমন রেখে গিয়েছিলে—
একটা অপূর্ণ কবিতার মতো!
তোমার ছোঁয়ার অপেক্ষায়
এ শহরের প্রতিটি রাস্তা চেনা,
এখনো পায়ে লেগে থাকে
স্মৃতির ধুলো,
এখনো সেই বেঞ্চিতে বসে
তোমার কথাগুলো শুনি—
যা কোনোদিন বলা হয়নি!
বৃষ্টির ফোঁটায় এখনো
তোমার হাসির শব্দ পাই,
ভিজে যাই চোখের কোণে,
তবু অপেক্ষার এই ছাতা
খোলা রেখেছি তোমার জন্য!
চাঁদের আলোয় এখনো
একটা নাম লিখি,
তারার কাছে প্রশ্ন রাখি—
“ফিরবে কি সে?”
উত্তর আসে না,
শুধু নীরবতা জানিয়ে দেয়—
তুমি নেই!
এই দরজাটা বন্ধ করার সাহস
আজও পাইনি,
ভুলে যাওয়ার প্রতিজ্ঞা
প্রতিদিন ভেঙে যায়,
তোমার কণ্ঠস্বর বাতাসে ভাসে,
আমার হৃদয়ের দেয়ালে বাজে—
“ফিরে এসো…”
যদি কোনোদিন মনে পড়ে
যে কেউ তোমার জন্য অপেক্ষায় আছে,
তবে চলে এসো এই দরজার সামনে,
আমি এখনো হাত বাড়িয়ে আছি,
তোমার নাম ধরে ডাকবো না,
শুধু চোখের ভাষায় বলবো—
তোমার জন্য মনের দরজা এখনো খোলা আছে...