জীবন কোন দিকে যাচ্ছে?  
আমি কোন দিকে হাঁটছি?  
আকাশের দিকে তাকালে দেখি,  
কোথাও কোনো দিকচিহ্ন নেই।  

পথের ধুলোয় লেখা স্বপ্ন,  
নাকি হারিয়ে যাওয়া পদচিহ্ন?  
শহরের কোলাহলে ঢেকে গেছে  
আমার প্রশ্নের গুঞ্জন।  

জলের মতো বয়ে চলে দিন,  
কিন্তু আমি কি খুঁজে পাচ্ছি স্রোত?  
নাকি থেমে থাকা এক বিস্মৃত নৌকা,  
যার গন্তব্য অজানা?  

মানুষের ভিড়ে আমি একা,  
শব্দের ভিড়ে আমার নীরবতা।  
জিজ্ঞাসা গুলো জমে আছে মনে,  
উত্তর কে দেবে তার ঠিকানা?  

সামনে কী আছে— অন্ধকার নাকি আলো?  
কোথায় গেলে পাবো পথের দিশা?  
আমার পায়ের নিচে মাটি কাঁপে,  
কিন্তু দিকনির্দেশনা নেই কোথাও।  

স্বপ্ন গুলো কি শুধুই কুয়াশা?  
নাকি কোনো এক দূরের পাখির ডানা?  
ডাকছে আমাকে অজানা এক বাঁশি,  
কিন্তু সে সুরের অর্থ বুঝি না।  

কোথায় গেলে শান্তি পাবো?  
শেকড় কি আমার হারিয়ে গেছে?  
নাকি আমি নিজেই ছিন্নমূল,  
দিকহারা এক উদাস পথিক?  

সমুদ্রের ঢেউ কি বলে কিছু?  
বাতাস কি জানে আমার ঠিকানা?  
আমি কি শুধু ঘুরপাক খাবো?  
নাকি একদিন পথ খুঁজে পাবো?  

একটি দিগন্ত দরকার আমার,  
একটি উত্তর, একটি আলো।  
চোখ বন্ধ করলে দেখি স্বপ্ন,  
চোখ খুললে দেখি শূন্যতা।  

জীবন কোন দিকে যাচ্ছে?  
আমি কোন দিকে যাচ্ছি?  
শুধু জানতে চাই—  
আমার গন্তব্য কোথায়?