চোখে চোখ রাখো,  
তোমার চোখে যেন দেখিতে পারি  
একটি নদীর গান।  
যেখানে অশ্রু থমকে দাঁড়াবে,  
কোনো ব্যথা আর আশ্রয় খুঁজবে না।  
তুমি কি জানো?  
জীবনের প্রতিটি মোড়ে আমি খুঁজেছি তোমায়,  
পথের মেঠো ধুলায় লিখেছি নাম।  

আমি ছিলাম এক দিশেহারা পথিক,  
তোমার দরজার সন্ধান পাইনি।  
তবুও মনে হয়েছে,  
তোমার সুরার বালায় ডুবে আছে আমারই প্রাণ।  
তোমার হাসির রেখায় আমি খুঁজেছি এক আকাশ,  
যেখানে নেই কোনো অনুশোচনা, নেই অভিমান।  

তবু কেন স্বপ্নগুলো বিষাদে রঙিন হয়?  
কেন প্রতিটি জেগে থাকা রাত  
তোমার ছায়ায় ঢাকা পড়ে?  
তোমার নামে লেখা প্রতিটি কবিতার পৃষ্ঠা,  
কেন রক্তে মাখা হয়ে যায়?  

চোখে চোখ রাখো,  
তোমার চোখে যেন আলো খুঁজে পাই,  
তোমার নীরবতায় যেন গান শুনি।  
এই পৃথিবীর কোনো প্রান্তে  
তোমার মতো কেউ নেই, জানি।  
তবুও আমি ঘুরি,  
তোমার পথের শেষ কোথায়, জানি না।  

তুমি কি জানো,  
তোমার মুখের হাসি  
আমার সমস্ত অশান্তি নীরব করে?  
তুমি কি জানো,  
তোমার কাছে এসে,  
আমার বৃষ্টিভেজা হৃদয় শান্তি খুঁজে পায়?  

চোখে চোখ রাখো,  
যেন অশ্রু আর না আসে।  
তোমার গভীরতায় হারিয়ে যেতে চায়  
এই পথহারা মন।