আজকাল কোনো খোঁজখবর নেই তোমার,  
তুমি কি ভুলে গেছো—  
গোধূলির রঙে একদিন সুর বেঁধেছিলাম দু’জন?  
তোমার হাতের ছোঁয়ায় আমার স্বপ্নগুলো  
কবিতা হয়ে নেমে এসেছিল বাতাসে।  

এখন দিন চলে যায় নির্বাক,  
রাতগুলো আরও বেশি নিঃসঙ্গ।  
তোমার কণ্ঠের শব্দহীনতা  
মিশে থাকে বাতাসে,  
যেন এক অচেনা গানের সুর।  

তুমি কি জানো,  
এখনো আমার জানালার কাছে  
তোমার অপেক্ষায় বসে থাকে চাঁদ?  
তোমার চোখের গল্পগুলো,  
যা বলে গিয়েছিলে নীরবে,  
এখনো লিখে রাখি ভাঙা শব্দের মিছিলে।  

আজকাল পথের ধুলায়ও  
তোমার পায়ের চিহ্ন খুঁজি।  
তোমার নীরবতা আমাকে বলে—  
তুমি আছো কোথাও,  
কিন্তু দূরে, অদৃশ্য এক ঘূর্ণির ভেতর।  

তুমি কি ফিরবে?  
নাকি স্মৃতির শহরে মুছে যাবে তোমার নাম?  
আমি আজও লিখি তোমার গল্প,  
যেন বাতাসে ভাসিয়ে দেই প্রতিধ্বনি।  
আজকাল কোনো খোঁজখবর নেই তোমার,  
তবু হৃদয়ের গহীনে  
তুমি আছো,  
যেন এক চিরকালের আলো।