আরে...স্বর্গীয় প্রেম,থাক না সর্গে
হৃদয়ে আসিয়া কেন ভাঙ্গ মন?
সর্গে বসেই দেখ না তামাশা
ধরায় তোমার কি প্রয়োজন?
শুনেছিনু প্রেম সর্গ হতে আসে
কেন? জায়গা কি নেই সর্গে থাকার মত?
শুধু শুধু এই ধুলির ধরাতে এসে
কেন বাড়াও বুকের ক্ষত?
ধুলির ধরাতে না এসে যদি
থাকিতে সর্গে বসি,
ধরতো নাতো পচন মাটির দিলে
সবার মুখে থাকত মধুর হাসি।
কত না প্রেমিক প্রেমিকা হেরিয়া
ছেড়েছে ধুলির ধরা,
প্রেম সেতো শুধু নামে স্বর্গীয়
আসলে বেদনা ভরা।
কি আছে তোমার বল প্রয়োজন?
কেন রয়েছ হৃদয় ঘিরে?
হাত জোর করি স্বর্গীয় প্রেম
সর্গে যাও না ফিরে।
স্বর্গীয় প্রেম ধুলির ধরাতে
নেই তব প্রয়োজন,
স্বর্গীয় প্রেম সর্গেই যাও চলি
একটু ভালো থাকুক সবার মন।