ঘুস সমাজের ঘোশাল বাবু
করল চুরি টাকা,
দূর্নিতি হোক হোক বা চুরি
যতই থাকুক বাহাদুরি,
ভদ্র সমাজে ভদ্র নামটা
একেবারেই ফাঁকা।
কথায় কথায় ফেলো করি
সঙ্গে মাখো তেল,
নইলে তোমার প্রাণটা যাবে
সুদেব বাবু তখন ভাবে,
ঘুস না দিলে এক দু করে
বারো বছর জেল।
ঘুসের টাকায় দালান ওঠায়
ঘোসাল বাবু রোজ,
সুদেব বাবু পায়না খেতে
দোষ নিল সব মাথা পেতে
ঘোসাল বাবু খায় প্রতিদিন
নিত্য নতুন ভোজ।
উচ্চ পদের সবাই সুখি
খায় তারা পেট পুরে,
পায়না খেতে গরীব-দূঃখী,
মাঝে মাঝে তারা দেয় যে উকি
যারা বড়লোক মনটা ছোট
তাদের বিরাট ঘরে।
দুর দুর করে তারা করে মরে
বাড়ীর দারোয়ান,
যারা হাসি খুশি-থাকে বেশি বেশি
চায় ঢের অবিরাম,
অল্পেতে আর ভরেনাতো মন
যত খুশি ততো চান।
জীবনের এই লেনদেনে আজও
সভ্যতা দেয় ফাঁকি,
যারা খায় ঢের-ঘুস সের সের
ঘুস দিতে গিয়ে তারা পায় টের
আসল,দূর্নিতিটা কী।