শেষ তার হয়েছিল
শুরুটা আমাকে দিয়ে
পিছু সে ডেকেছিল
ঘুরে আর পেলাম না তারে
চাঁদ টারে বিদায় বলেছি
আজ সে আসবে বলে
দেখবো তারে দুচোখ জুড়ে
বলবো কথা হৃদয় খুলে
কিন্তু, ভাবিনি আর হবে না দেখা
চাঁদ টাকে তাই লাগে একা
নিশিতে আর হয় না কথা
রাতের আকাশ আজ মেঘে ঢাকা
চাইলেও হয় না আর পিছুটান
তাই মিছে মিছে সুখ ভাড়া করে
ভালো থাকার করছি ভান।