তোমার কথা ভেবে ভেবে
রাত হয়ে যায় পার
দিন কেটে যায় ঘুমের মধ্যে
সন্ধ্যে বেলা সকাল হয় আমার
হাজার কথা মাথায় ঘুরে
কি ভাবি, কি করি নিজেও জানি না
এভাবে যদি দিন চলে আমি তো বাঁচবো না
পাগল পাগল লাগে সবি
পাগল আবার হয়ে গেলাম নাকি
নতুন করে আবার কি হবো
তোমার জন্য আমি সেই পুরান পাগল
অপেক্ষায় গুনছি সুধু তোমার প্রহর
জানিনা এই অপেক্ষার কবে হবে শেষ
ফিরে এসে এই পাগলের পাগলামি করো নিস্তেজ   ।