কোনো ক্ষণে চারিকোনে
একলা আভাস লাগে মনে
মনে কত কথা ছিল
দাবা রবে চিরতরে
প্রকৃতির মাঝে হারিয়ে গেছো তুমি
বাস্তবতার কাছে আজ হেরে গেছি আমি
হাজারো আশা বুনেছিল বাসা
হৃদয় গহীনে,
লুকায়িত ফুলের মুখরিত সুবাস
দূর হতে ভালোবেসে যাবে
ধরা দেয় না সে কভু মোরে
হঠাৎ দেখি, হারিয়ে গেছে সে অজ্ঞাত কোনো দূরে
তাই জপতে থাকি শেষ স্পন্দন
ক্রোন্ধন এর সুরে।