তোমার ইচ্ছে হলে বেড়াতে এসো
আমার মন পাড়ায়
আমার ভালোবাসা তোমার জন্য
জমা আছে এ পারায়
তোমায় নিয়ে ভালো লাগা সপ্ন
আজ আমায় ঘুরে ফিরে
পড়ন্ত বিকেলে হাঁটবো দুজন
তোমার ভালো লাগা সিন্ধু তীরে
তোমার ইচ্ছে হলে চলে এসো
ভয় পেয়ো না তুমি
কোনো প্রতারনার জাল ফেলি নি
প্রতারক নই আমি
তোমার ইচ্ছে হলে এসো কিন্তু
আমার মন পারায়
আমার ভাল লাগার সব কিছু আজ
তোমাকে খুঁজে বেড়ায়