লগ্ন কভু আসে না
             সেতো ঠিক করে নিতে হয়
            চলে গেলে আমায় ভেবো না  
                     রোজ তো এমনি হয়
                  আশা নিয়ে বাঁচা ভালো
                 আশার পাহাড় ভালো না
                চলে যাবার সময় হয়েছে
              তাই আমি আর আসবো না
             যাবার কালে তোমায় পেলে
                       কি যে হয় কে জানে
             আবার না হয় আসবো আমি
             তোমার হাতের ছোঁয়া পেতে
               দেবে ছোয়া আলতো করে
               ভুলিয়ে দিবে মনের বেদনা
                       এত কিছু মনে করে
                   মন তোমায় বলতে চায়
                      এই আমি কথা দিচ্ছি
                           ভুল করেও আর
                    যাবার কথা বলবো না