তোমায় মনে পরলে তবে
কবিতা লিখি আনমনে
পাহাড় সমান কথা জমা
     আছে এই বুকে
আকাশ সমান ভালোবাসা
  দেবো তোমায় পেলে
হয়ে যাবো তোমার আমি
     যদি তুমি চাও
আমার আমি বদলে যাবো
যদি আলতো ছোঁয়া দাও।