দু চোখ আজ জলে সিক্ত
বাধ ভেঙেছে অপেক্ষার
যেদিক খুশি যাও চলে যাও
কে বলেছে তুমি আমার
জলের উপর বাস করে,
জল নিয়ে খেলে
আমারে কাঁদাইয়া সে হাসে
বলে এমনি করে নাকি ভালোবাসে
ছলনার শেষ প্রান্তে দাড়িয়ে আছি আমি
ভালোবাসা আসলো বলে
অপেক্ষার প্রহর গুনি,
এক প্রান্তে হাজারো আশা
তার অপর প্রান্ত তুমি
হন্ন হয়ে খুজি মানে,
তবু মিললো না সে তুমি।
তোমার মাঝে তিক্ত আমি,
পালাতে চাই বহুদূর
ছন্ন ছাড়ার জীবন আমার
বলি সে আর কতদূর।
তবু পা মিলিয়ে যাচ্ছি আমি
তোমার পথের পথে
কারন ভালবেসেছি তোমায় আমি
এ কথা তো নয় মিছে।