কথা গুলো সব না চাইতেও শেষ হয়ে গেছে
তুমি হয়তো এমনটাই চেয়েছিলে,
কিন্তু, মনের ভিতরে থাকবে কিছু কথা আজীবন
ডায়েরির ভাজে ভাজে জমা করবো কথা
হয়তো এই ভাজ ই হবে এর শেষ
যা তোমাকে ভুলে থাকার আরেকটা অস্তিত্ব।
কোনো একদিন থেমে যাবে এই কথা
শেষ নিশ্বাষের সময়ের নয় কথা
চিরতরে করে গেলে একা
একদিন মূর্ছা যাবে এই কথা।
থেমে গিয়েছিল এই পথ
মৃত্যু যাত্রার নয় সেই পথ।
থেমে গিয়েছিল পথ
তোমায় ভুলে হারানো সে পথ
একদিন সব হবে , তবু !
না তুমি, না আমি
তবে কেনো? কেনো এত তোমায় চেয়েছি।