অজস্র এক মায়াজালে বুনা কারুকাজ
পাহাড় মাঝে লুকায়িত প্রকৃতির সাজ
কড়া নেড়ে সাড়া দিবে
পিছে কোনো অগোচরে
হিমাদ্রিত শীতের সকাল
ভোরের ছাউনিতে আজ শিশিরের আকাল
সূর্যটা উঁকি মারে
ভেজা কাক সুখে রবে
তবু থেকে যাবে কিছু শিশিরকণার দাগ।