লক্ষ্য দূরের চাতক আমি
  তুমি আমার শিকার
রাখছি তোমায় নজরেতে
   নিচ্ছি তোমার পিছু
চোখের আড়াল হও না তুমি
     যদি হারাও কভু
  ধৈর্য আমার অটুট আছে
গড়ছি অপেক্ষার পাহাড়
  চাতক আমি লগ্ন খুঁজি
শিকার হবে তোমার।