জানি তুমি কখনই হবে না আমার
তবুও আসা নিয়ে থাকি।
পাগল মনের এটা একটা সান্ত্বনা
হাজারো ডাকার পরেও তুমি আমার ডাক সুনবেনা,
তবুও বার বার তোমাকে ডাকবো
চাইলেও তোমার কাছে আমি যেতে পারব না
কারন...তোমার ওই পথে থাকবে অনেক বাধা
তোমার মায়া ঝরানো অই কথা আর সুনবনা
জানি নিষ্প্রাণ হয়ে যাবে হৃদয় একদিন
কারন .....সে তো আর তোমার ওই পাগল করা হাসির প্রেমে পরতে পারবে না
প্রতিটা মুহূর্তে আমি যাকে নিয়ে ভাবতাম
যে আমার কল্পনায় বসবাস করত
কোন একদিন যদি সেও শূন্যের মাঝে হারিয়ে যায়
সেটা কি মেনে নেয়া যায় কখনো ??
তবুও মেনে নিতে হয়... কারন
সময় যে তার জন্য আমাকে বেধে রাখতে পারবে না
হয়তোবা কোন একদিন তার প্রতিচ্ছবি মন থেকে মুছে যাবে... কিন্তু
তার সেই স্মৃতি গুলো মাঝে মাঝে উঁকি দিবে মনের গহিনে
যাকে কেন্দ্র করে বিনা অনুমতিতে জলের ধারা আসতে চাইবে চোখের কিনারায়
কি আর করার হয়ত এমনটাই ঘটেছিল সবার ক্ষেত্রে
আমি তো নয় নতুন..যে পাল্টে যাবে এই জীবন
ব্যক্তি বিশেষ মানা হয় না আমার
কারণ আমিই ত এক ব্যক্তি
চলতে থাকবে নতুন করে জীবন আবার
এটা তো নিয়তির-ই এক পরিণতি।