আমি এক ছন্নছাড়া
বটবৃক্ষের ছিন্নমূলের লতা
অচিরেতেই ঝরে যাবো
নিশপ্রান ভাবে মাটিতে পরে রবো একা
একটু একটু করে প্রাণ সঞ্চার করি
খুঁড়ে খুঁড়ে মাটি হতে তুলি আহার
হাজার লোকের হাজার কথা
বলে " দেখো তার কি বাহার"
ঝরে যাবো এই ভাবাতে চলিতেছে মোর ক্ষন
"কটু কথায় কান দেবো না "
এই বলে করেছি পণ।