দেখতে পারিনি আমি
তোমার অন্তরালে লুকিয়ে থাকা দুপুর
বুঝতে পারিনি আমি
আমার হারিয়ে ফেলা তুমি সেই মুকুট
ভাবতে পারিনি আমি
আমার মূল্যহীন ভালোবাসা তোমার কাছে মধুর
কল্পনা করতে পারিনি আমি
প্রতারিত হওয়া হৃদয় আমায় পেতে ব্যাকুল
শুনতে পাইনি আমি
তোমার বেচে থাকার প্রতিটি স্পন্দন ডেকেছিল আমায়
আজো পারিনি আমি
ছুটে এসে অবাক করে ছুঁয়ে দিতে তোমায়
কারন মানতে পারিনি আমি
হারিয়ে গেছো তুমি আমায় একা করে দূর অজানায়
পারিনি আমি,
আমার শেষ দিয়েও ভুলতে তোমায়।