পাগল আবার কি?
পাগল কি পাগলামি র সাধ বুঝে নাকি
না ভাবিয়া চাইছি যারে
ভাবিয়া কি হারাইলাম তারে?
কথা হতো রোজ বিকেলে
আবেগ শেষে সন্ধ্যা নামে
রাতের আবেগ সকাল সাজে
পাগলামি যে বাসা বাধে
পাগল কি আর বুঝে নাকি?
বুঝলে কি আর তারে ভাবে
কবের দেখা? কবে আবার হবে কথা?
একাকী ভাব মনের বিষণ্ণ কোনে
চেয়ে থাকে তাহার পানে
পাগল আজো আশায় থাকে
পাগলামি তার শেষ হলো বলে।