করিকাঠ গুনে সকাল বেলার ঘুম
তুমি আসবে বলে দুপুরটা নির্ঝুম।
বেলা হলো দোর খোলো
অপেক্ষার পালা শেষ,
এই বুঝি দেখা হলো
দোর বুঝি খোলাই আছে
বোঝার আর কি আছে
ভয় পেও না মিছে
করিডোরে আমার চলা
শুনতে চায় তোমার কথা
ছুটে এসেছি বহু পর
গুনে গুনে সময়ের কর
সময় আমার অফুরন্ত
তবু তুমি গুনে গুনে ক্লান্ত
হও যতই ক্লান্ত
হারিয়ে যেয়ো না, আমি আছি তো
দুরন্ত এই সময় কে করতে শান্ত।