একেক টাতে একেক রূপ
একেক মোহের ভঙ্গিমা,
বুঝতে চাওয়ায় অবাক খুব
হারিয়ে যাওয়া আমার আমি টা।