তুমি আমার নিল পদ্ম
অবাক করা চাঁদনি রাত
মুহূর্ত ঘেরা নিবিড় মাঝে
খেয়ায় পার করবো কোনো আধার রাত
সকাল বেলার ভোরের পাখি
নাই বা হলাম তোমার চাওয়ার
শীতের সকালের যদি হই চাদর
পুরোটা না হোক একটু কদর
মিছে না হয় যদি কিছু চাওয়া
পূর্ণ করতে চায় এই মন
তোমার সব না পাওয়া
ভালোবাসার লাল গোলাপ
সবাই তো দেয় আমি না হয় অনন্য হলাম
দিবো তোমায় আমার সবটা করে উজাড়
ভালোবাসা দিবো বলে এসেছি
ছুটে এসো সাড়া দিয়ো
পিছু হটে যেয়ো না
আমাকে আজ এই বেলাতে
বিনা দোষে হারায়ে দিয়ো না।
নিল পদ্ম, আমার নিল পদ্ম
শুনতে কি পাও তুমি
বুঝবে কি কভু আমার মনের কথা
পেয়েও হারানোর ভয় নিয়ে বাঁচার যন্ত্রণা ব্যথা
বুঝবে কি তুমি?
বুঝবে না, তুমি বুঝতে পারবে না
তোমায় না বলা যত মনের ব্যাকুলতা।