আবেগ টাকে উড়িয়ে দিয়ে
ভালোবাসা খুঁজো কিসের ছলে
বুঝবে তুমি যখন বেলা ফুরাবে
তখন কি আর সময় তোমার হবে
মিছে আশা বেধেছিল বাসা
মনেরি ঠিকানায়
জলে নিভে, নিভে জলে
একি দহন মনের গহিনে
দেখিল না কেহ কভু
নাহ বুঝল সে আজও
ঘুরপাক চতুর দিকে
আবছায়া কথার আওয়াজ
কে ডাকে কি বাজে
মন ভাবে অকারনে
সামলানো হল না কিছুই
বাস্তব টাই হয়ে গেল আজ কল্পনা ।